কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে গোপালগঞ্জের কাশিয়ানী শাখার দুই নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
এর আগে, জেলার টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা থেকে ১৬ আওয়ামী লীগ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগ করা নেতারা হলেন- কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-২ শাহাজাহান মোল্লা ও দপ্তর সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজান শেখ।
লিখিত বক্তব্যে সাবেক ইউপি সদস্য মিজান শেখ বলেন, “আমার অজান্তে ও মতামত না নিয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদ দেওয়া হয়। আমি এখন পযর্ন্ত এ পদের কোনো দায়িত্ব পালন করিনি। আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না এবং দলীয় কার্যক্রম ভালো না লাগায় দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।”
একই সংবাদ সম্মেলনে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-২ শাহাজাহান মোল্লা বলেন, “আমাকে সাংগঠনিক সম্পাদক-২ করা হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই আমি সজ্ঞানে এ পদ থেকে পদত্যাগ করছি।”