সাম্প্রদায়িকতার বিষ দূর করে ধর্মনিরপেক্ষ মানবতার অমৃত বাণী শুনিয়েছেন; শোষিত-নিপীড়িত মানুষের বঞ্চনার ক্ষোভ দীপ্ত শিখার মতো তার কণ্ঠে জ্বলে উঠেছিল। তিনি বিদ্রোহী আবার তিনিই গানের পাখি বুলবুল। বলছি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। আজ ১২ ভাদ্র তার প্রয়াণ দিবস।
বিশেষ এই দিনে প্রিয় কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন অসংখ্য মানুষ। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানও তার ব্যতিক্রম নন। ফেসবুকে কাজী নজরুল ইসলামের একটি ছবি পোস্ট করে লেখেন—“আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।”
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ‘জ্যৈষ্ঠের ঝড়’ হয়ে তার আবির্ভাব ঘটেছিল। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র চিরতরে থেমে যায় নজরুল ঝড়। ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) মারা যান এই শিল্পী।
কাজী নজরুল ইসলাম এই পৃথিবীতে আয়ু পেয়েছিলেন ৭৭ বছর। তবে সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর। নজরুলের এই ২৩ বছরের সাহিত্যজীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। যে কারণে জাতি আজ যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে জাতীয় কবিকে।