টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি গাছ থেকে হালিমা (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া হালিমা বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার অসুস্থ খালাকে দেখতে বাবার বাড়িতে আসেন হালিমা। রাতে তিনি খালাকে দেখতে যান। আজ সকালে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ স্থানীয়রা দেখতে পান। পুলিশের সহায়তায় মরদেহ গাছ থেকে নামানো হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”