ক্যাম্পাস

২ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত

সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দুই দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করতে দেখা যায় জবি শিক্ষার্থীদের।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসন জকসু নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন দিলেও নির্বাচন সংক্রান্ত আইন, তফসিল এবং স্পষ্ট রোডম্যাপ এখনো প্রকাশ করেনি। পাশাপাশি সম্পূরক বৃত্তি প্রসঙ্গেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিষ্কার ব্যাখ্যা মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এদিন শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ এবং ইসলামিক ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমরা আমাদের বহুল আকাঙ্ক্ষিত সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। আবার জকসু নিয়েও তারা সুস্পষ্ট কোনো রোডম্যাপ দিতে পারেনি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “প্রশাসন গতকাল সিন্ডিকেটে জকসুর নীতিমালা অনুমোদন করেছে। কিন্তু আইন, তফসিল ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। সম্পূরক বৃত্তির ব্যাপারেও তারা চুপ রয়েছে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “দীর্ঘদিন আন্দোলন করার পরও আমাদের কোনো দাবি পূরণ হয়নি। এমনকি কবে হবে তারও নিশ্চয়তা নেই। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।”