ক্যাম্পাস

গকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ৩০ জন

গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে দ্বিতীয় দিনে আরো ৩০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) মনোনয়ন বিতরণ শেষে প্রধান রিটার্নিং অফিসার সহকারী অধ্যাপক মো. আবু রায়হান এ তথ্য জানান।

তিনি জানান, ১১টি পদের বিপরীতে এদিন ৩০টি মনোনয়ন বিতরণ করা হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে চারটি, সাধারণ সম্পাদক পদে দুইটি, সহ-সাধারণ সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে দুইটি, ক্রীড়া সম্পাদক পদে একটি, সহ-ক্রিড়া সম্পাদক পদে একটি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একটি, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে দুইটি, দপ্তর সম্পাদক পদে তিনটি এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে দুইটি ফরম বিতরণ হয়।

এছাড়া অনুষদ প্রতিনিধি পদে ১১টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে পাঁচটি, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ থেকে দুইটি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদ থেকে দুইটি, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে একটি এবং কৃষি অনুষদ থেকে একটি ফরম সংগ্রহ করা হয়।

প্রধান রিটার্নিং অফিসার জানান, প্রথমদিন মঙ্গলবার (২৬ আগস্ট) ১৩ জন ফরম সংগ্রহ করেছিলেন। দুই দিনে সর্বমোট ৪৩টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী ২৮ আগস্ট দুপুর ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।