আন্তর্জাতিক

‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার সব ঠিকঠাক হয়ে যাবে’

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আবার সব ঠিকঠাক হয়ে যাবে। বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ কার্যকর করার পর তিনি এ মন্তব্য করলেন।

বেসেন্ট জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের খুব ভাল সম্পর্ক রয়েছে। তবে এই সম্পর্ককেও একটি ‘জটিল সম্পর্ক’ বলে জানিয়েছেন তিনি।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ়কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, “এটি জটিল সম্পর্ক। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে সেই স্তরে খুব ভালো সম্পর্ক রয়েছে। এটা কেবল রাশিয়ান তেল নিয়ে নয়। ভারতীয়রা স্বাধীনতা দিবসের পরপরই শুল্ক নিয়ে আলোচনা শুরু করতে এসেছিল এবং আমাদের তখনো কোনো চুক্তি হয়নি। আমি ভেবেছিলাম মে বা জুন মাসে আমাদের একটি চুক্তি হবে। আমি ভেবেছিলাম ভারত আগের চুক্তিগুলোর মধ্যে একটি হতে পারে এবং তারা আলোচনার ক্ষেত্রে আমাদের সাথে একরকম যোগাযোগ করেছে এবং তারপরে রাশিয়ান অপরিশোধিত তেল কেনার দিকটিও রয়েছে যা তারা লাভজনকভাবে ব্যবহার করছে।”

তিনি বলেন, “এখানে অনেক স্তর চলছে। আমি মনে করি ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র; মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি। আমি মনে করি দিনশেষে আমরা একত্রিত হব। আমার মনে হয় ভারতীয়দের বেশিরভাগই দক্ষতাসম্পন্ন হয়েছে। আমি শুল্ক আলোচনার সময় এটি বলেছি। মার্কিন যুক্তরাষ্ট্র ঘাটতির দেশ। যখন বাণিজ্য সম্পর্কে কোনো বিভেদ থাকে, তখন ঘাটতির দেশটি একটি সুবিধাজনক অবস্থানে থাকে। উদ্বৃত্ত দেশটির চিন্তা করা উচিত। তাই, ভারতীয়রা আমাদের কাছে বিক্রি করছে। তাদের খুব বেশি শুল্ক রয়েছে এবং তাদের সাথে আমাদেরও অনেক বড় ঘাটতি রয়েছে।”