দুই বছর চুটিয়ে প্রেম করার পর বাগদান সেরেছেন মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। গত ২৬ আগস্ট রাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে যৌথভাবে বাগদানের ঘোষণা দেন তারা।
টেইলর সুইফটকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন কেলস। সেই মুহূর্তের কিছু ছবিও প্রকাশ করেছেন তারা। মূলত, হীরার আংটি পরিয়ে বাগদান সারেন কেলস। ছবি প্রকাশ্যে আসার পর আলোচনায় রয়েছে হীরার আংটিটি। ভক্ত-অনুরাগীদের প্রশ্ন—এই আংটির মূল্য কত?
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আংটিটি আর্টিফেক্স ফাইন জুয়েলারি থেকে কেনা হয়েছে। তাদের ওয়েবসাইটে এই আংটির দাম সর্বোচ্চ ২৯ হাজার মার্কিন ডলার। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্সকে রত্নবিশেষজ্ঞ বলেন, “কেলসের কাস্টম কমিশন করা আংটিটির হীরা বড়। ফলে এর মূল্য সর্বোচ্চ ১ মিলিয়ন ডলার হতে পারে।”
বাগদানের একটি আংটির মূল্য যদি এতটা ব্যয়বহুল হয়ে থাকে, তবে বিশ্বের ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট ও তার হবু স্বামী কেলস কত টাকার মালিক? চলুন, ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে এ জুটির সম্পদের পরিমাণ জেনে নিই— টেইলর সুইফটের বিলিয়ন ডলারের সাম্রাজ্য পপ আইকন টেইলর সুইফট এখন বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। ২০২৩ সালে বিয়ন্সে, রিয়ানাকে ছাড়িয়ে যান তিনি। ‘দ্য ইরাস ট্যুর’-এ অভাবনীয় সাফল্যের পর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ বিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা কনসার্ট ট্যুর। ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সুইফট সংগীতের পাশাপাশি ১২০ মিলিয়ন ডলারের রিয়েল এস্টেটের মালিক। যার মধ্যে রয়েছে—রোড আইল্যান্ডে অবস্থিত একটি প্রাসাদ। এর মূল্য ১৭ মিলিয়ন ডলার। তাছাড়া তার নিজের ২৩ মিলিয়ন ডলার মূল্যের একটি প্রাইভেট জেট রয়েছে।
ট্র্যাভিস কেলসের সম্পদ কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। আমেরিকান ফুটবল ক্যারিয়ারে কেলসে যে সম্পদের মালিক হয়েছেন, তা টেইলর সুইফটের ধারেকাছেও নেই। ১২ বছর ধরে কানসাস সিটি চিফস দলে খেলা এই সুপার বোল চ্যাম্পিয়নের সম্পদ ৭০ মিলিয়ন ডলার। ২০২৫ সালের এনএফএল সিজনে খেলার পাশাপাশি, তার অফ-ফিল্ড আয় ৮০ মিলিয়ন ডলার, যার মধ্যে রয়েছে ভাই জেসনের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের পডকাস্ট চুক্তি। এই হবু দম্পতির সম্মিলিত মোট সম্পদ ১.৬৭ বিলিয়ন ডলার। যার মধ্যে শুধু সুইফটের সম্পদ ১.৬ বিলিয়ন ডলার।
দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালের জুলাইয়ে অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করেন টেইলর সুইফট। তারপর এ জুটির প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসের সঙ্গে টেইলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই। তবে কবে নাগাদ বিয়ে করছেন সে বিষয়ে কিছু জানাননি এই যুগল।
এর আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেইলর সুইফট। মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও জো অ্যালউইনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৭ সালের জুন মাসে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।
হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে ছদ্মবেশ নিয়ে জোয়ের সঙ্গে দেখা করেন তিনি। তবে এ প্রেম টিকেনি। ২০২৩ সালের এপ্রিলে এ জুটির বিচ্ছেদের খবর জানা যায়।
৩৫ বছর বয়সি গায়িকা টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেম করেছেন এই গায়িকা।