ক্যাম্পাস

ডাকসু: মধ্যরাতে আবাসিক হলে ভিপি প্রার্থী আবিদের নির্বাচনী প্রচার

আচরণবিধি ভঙ্গ করে আবাসিক হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার চালানোর অভিযোগ উঠেছে আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। তিনি ছাত্রদল মনোনীত ডাকসু সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী।

বিধি অনুযায়ী একজন প্রার্থী রাত ১১টার পরে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পরেও তাকে শেখ মুজিবুর রহমান হলে প্রচার চালাতে দেখা যায়।

হলের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলো জানা যায়, আবিদুল ইসলাম খান বুধবার রাত ১০টার পর থেকে শেখ মুজিবুর রহমান হলে প্রচার শুরু করেন। তিনি এই প্রচার রাত ১২টার পরও করতে থাকেন। ওই সময় একজন শিক্ষার্থীর সঙ্গে আবিদুল ইসলাম খানের তোলা একটি ছবি এই প্রতিবেদকের কাছে এসেছে।

ছবিতে দেখা যায়, আবিদুল ইসলাম খান রাত ১২ টা ২০ মিনিটে ওই শিক্ষার্থীর রুমে ছবি তোলেন। এছাড়া রাত সাড়ে ১২টার পরে আবিদুলকে শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে অবস্থান করতে দেখা যায়। সেখানে হল ছাত্রদলের নেতৃবৃন্দসহ ছাত্রদলের মনোনীত মুজিব হল সংসদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আবিদুল ইসলাম খানের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এ ব্যাপারে তো কোন অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ না দিলে ব্যবস্থা গ্রহণ করা মুশকিল।”