বিস্ফোরক সংকটের কারণে দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনি উন্নয়ন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ষষ্ঠ বার পাথর উত্তোলন বন্ধ করা হলো।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে পাথর উৎপাদন বন্ধ রাখা হয়েছে। খনির উন্নয়ন ও উৎপাদন বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে। খনির পাথর উত্তোলন ও উন্নয়নকাজে অপরিহার্য বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সরবরাহে ব্যর্থ হয়েছে এমজিএমসিএল কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে এ বিস্ফোরক না পৌঁছানোয় বাধ্য হয়ে খনির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
তিনি বলেন, বিস্ফোরক সংকটের কারণে খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে, খনির রক্ষণাবেক্ষণ কাজ অব্যাহত থাকবে। দ্রুত সময়ে বিস্ফোরক সরবরাহ করা হবে বলে আমরা আশাবাদী।