খেলাধুলা

সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে নেদারল্যান্ডস

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তার মতে, যে কোনো দিন যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তার দল।

আগামী ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। তার আগে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস জানালেন জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে তার দল।

এডওয়ার্ডস বলেন, “আমরা সবসময়ই সিরিজ জেতার মানসিকতা নিয়ে খেলতে নামি এবং ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করি। যদি আমরা নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে আমাদের শতভাগ সুযোগ থাকবে।”

সাম্প্রতিক সময়ে দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে বড় টুর্নামেন্টে খেলা ম্যাচগুলো। এডওয়ার্ডসের ভাষায়, “বিশ্বকাপ ও বাছাইপর্বে আমরা অনেক হাই-প্রেশার ম্যাচ খেলেছি। সেসব অভিজ্ঞতা আমাদের ভেতরে জয়ের বিশ্বাস বাড়িয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে, যেকোনো দিন আমরা যেকোনো দলকে হারাতে পারি।”

তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেশ শক্তিশালীই মনে করছেন তিনি, বিশেষ করে তাদের ঘরের মাঠে, “বাংলাদেশ একটি দারুণ দল। আমরা জানি, তাদের হারাতে হলে অসাধারণ ক্রিকেট খেলতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কন্ডিশন। বাংলাদেশ কন্ডিশন সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি জানে। তাই আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।”

বাংলাদেশের মাটিতে খেলতে আসা প্রতিটি দলের জন্যই কন্ডিশন ভিন্ন ও চ্যালেঞ্জিং। তবে নেদারল্যান্ডস অধিনায়ক মনে করছেন, সঠিকভাবে মানিয়ে নিতে পারলে সিরিজে তারা দারুণ কিছু করে দেখাতে পারবেন।