জাতীয়

স‌চিব হ‌লেন বিপিপিএর প্রধান নির্বাহী মঈন

অতিরিক্ত সচিব এস এম মঈন উদ্দিন আহমেদ‌কে সচিব পদে পদোন্নতি দেওয়া হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

সচিব পদে প‌দোন্ন‌তি দি‌য়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী প‌দে একই কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

এর আগে অতি‌রিক্ত স‌চিব হি‌সে‌বে তিনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।