বিনোদন

নবাববাড়ির কন্যা চাকরিতে কত টাকা বেতন পেতেন?

বলিউড অভিনেত্রী সোহা আলী খান। ভারতের পতৌদি অঞ্চলের নবাব ও ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলী খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা তিনি। তার ভাই সাইফ আলী খান বলিউডের জনপ্রিয় অভিনেতা। 

২০০৪ সালে বলিউডে পা রাখেন সোহা আলী খান। কিন্তু তার আগে বিদেশি একটি ব্যাংকে চাকরি করতেন এই অভিনেত্রী। চাকরি করে বছরে যে অর্থ আয় করতেন, তার প্রায় পুরোটাই বাসা ভাড়ায় চলে যেত। চাকরি ছেড়ে কেন চলচ্চিত্রে পা দিলেন তা নিয়ে কথা বলেছেন সোহা আলী খান।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে সোহা আলী খান বলেন, “আমি স্বাধীন জীবন চেয়েছিলাম। নিজে অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। সুতরাং আমি আমার সিদ্ধান্ত নিই। আমি কারো কাছে জবাবদিহি করতে চাইনি।”

ব্যাংকের চাকরি ভালোই ছিল, তবু সিনেমায় কাজ করতে চেয়েছিলেন সোহা আলী খান। কিন্তু তার মা-বাবা এই সিদ্ধান্তে হয়তো মন খারাপ করবেন, এমন আশঙ্কা ছিল তার। এ বিষয়ে সোহা আলী খান বলেন, “আমি ব্যাংকে চাকরি করতাম। তখন ১৭ হাজার রুপি বাড়ি ভাড়া দিতাম। কিন্তু আমি সিনেমায় আসতে চাচ্ছিলাম। জানতাম, এতে মা-বাবা হয়তো কষ্ট পাবেন। আমি যেহেতু নিজে উপার্জন করছিলাম, তাই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম।”

সোহা আলী খান চাকরি করে বছরে আয় করতেন ২ লাখ ২০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৫ হাজার টাকা)। তাকে বাড়ি ভাড়া বাবদ গুনতে হতো ২ লাখ ২ হাজার রুপি। একই সঙ্গে স্বীকার করেন, পাতৌদি পরিবারের সদস্য হিসেবে এক ধরণের নিরাপত্তাবোধও করতেন সোহা আলী খান। তার ভাষায়, “আমি উপার্জন করলেও জানতাম, প্রয়োজনে মা-বাবার সাহায্য নিতে পারব। এটা অনেকের নেই। আর সেই আত্মবিশ্বাস থেকেই জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহস পেয়েছিলাম।”

সোহার জীবন বদলাতে শুরু করে, যখন মডেলিংয়ের একটি চুক্তি পান। এ কাজের বিনিময়ে তাকে ৫ লাখ রুপি দেন। ব্যাংকে চাকরি করে যে বেতন পেতেন, তার সঙ্গে তুলনা করে সোহা আলী খান বলেন, “আমি ৫ লাখ রুপি আয় করছিলাম; চুক্তি ছিল এক বছরের। আর ব্যাংকে প্রতিদিন খেটে বছরে আয় ২ লাখ ২ হাজার রুপি। তখন ভাবলাম, প্রতিদিন অফিস করে যে অর্থ আয় করি, তা তো এক দিনেই করতে পারি!”

এর পরেই ‘দিল মাঙ্গে মোর’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান সোহা আলী খান। এটি তার প্রথম সিনেমা। এ সিনেমার জন্য ১০ লাখ রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেন নির্মাতারা। সোহা আলী খান বলেন, “আমাকে ১০ লাখ রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যা ছিল বিশাল অঙ্ক। তখন ভাবলাম, এটা তো করতেই হবে, বাকিটা পরে ভাবব।”

তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সোহা আলী খান। ভারতীয় একটি  বাংলা সিনেমায়ও দেখা গেছে তাকে। ‘অন্তরমহল’ নামে এ সিনেমা ২০০৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সোহা আলী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘রং দে বাসন্তী’, ‘আহিস্তা আহিস্তা’, ‘তুম মিলে’ প্রভৃতি।