জাতীয়

হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সমন্বিত সমীক্ষার মাধ্যমে হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন তৈরি করেছে এবং এ বিষয়ে মতামত আহ্বান করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই সমীক্ষার খসড়া প্রতিবেদন ২৪ আগস্ট, ২০২৫ তারিখ থেকে মন্ত্রণালয় এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.mowr.gov.bd ও www.dbhwd.gov.bd) প্রদর্শিত হচ্ছে।

প্রতিবেদনটির চূড়ান্ত সংস্করণ প্রস্তুতের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, প্রতিষ্ঠান ও আগ্রহী নাগরিকদের কাছ থেকে মতামত বা পরামর্শ আহ্বান করা হয়েছে। যে কেউ চাইলে আগামী ২৩ সেপ্টেম্বর মধ্যে মতামত জানাতে পারবেন।ই-মেই

লের (dbhwd.hmp@gmail.com) মাধ্যমে মতামত জানানো যাবে। লিখিত মতামত দেওয়া যাবে এই ঠিকানায়—মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রিন রোড, ঢাকা।

এ উদ্যোগের লক্ষ্য হাওর অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিকল্পনাকে যুগোপযোগী করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা।