ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারো নতুন করে প্রেমের গুঞ্জনে এসেছেন শিরোনামে। শুক্রবার (২৯ আগস্ট) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্টকে ঘিরে এই গুঞ্জন আরো জোরালো হয়েছে।
এর আগে সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গেলেও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তবে গেল ১০ আগস্ট পরীমণির ছেলে পুণ্যের জন্মদিনের অনুষ্ঠানে আবারো সাদীকে দেখা যায়, যা তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে দেয়। যদিও এ বিষয়ে দুজনেই নীরবতা পালন করছেন।
মাসের শেষ সপ্তাহে এসে পরীমণি নিজেই ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন। শুক্রবার দুপুরে ফেসবুকে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
পরীমণির দেওয়া ফেসবুক পোস্ট
এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, ‘কে সেই ব্যক্তি?’, আবার কেউবা মজা করে লিখেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’