ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ দূর করার জন্য বহুকাল ধরেই কলার খোসা ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি কলার খোসা চোখের নিচের কালো দাগ দূর করতে পারে? এই প্রশ্নের বাস্তবসম্মত উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার লাইফস্টাইল বিষয়ক সাংবাদিক অনিতা ভগবানদাস।
অনিতা যেভাবে পরীক্ষাটি করেছেন প্রথমে কলার খোসা ছাড়িয়ে নিয়ে চামচ দিয়ে খোসার আঁশগুলো বের করে নেন। এরপর অ্যালোভেরা জেলের সঙ্গ মিশিয়ে মিশ্রণটি চোখের নিচে মেখে ১০ মিনিট অপেক্ষা করেন।
এভাবে কলার খোসা ও অ্যালোভেরা ব্যবহার করে অনিতা দেখেন যে, চোখের নিচের কালো দাগে কোনো পরিবর্তন আসেনি।
দ্বিতীয় পদ্ধতি: প্রথম পদ্ধতিতে ভালো ফলাফল না পেয়ে অনিতা আরেকটি পদ্ধতি প্রয়োগ করেন। তিনি কলার খোসা টুকরা টুকরা করে কেটে সরাসরি চোখের নিচে কালো দাগের ওপর লাগান। অনিতা দেখেন যে, চোখের নিচের কালো দাগ দূর হয়নি, বরং কলার খোসার তন্তু চোখের পাতায় আটকে গেছে।
অনিতার মতামত হচ্ছে, চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতি হচ্ছে রেটিনলসমৃদ্ধ আই ক্রিম ও একটি কনসিলার ব্যবহার করা।