সারা বাংলা

টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ওই কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরে থানার পাশে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হয়। 

এর আগে সকাল ১১টার দিকে গণঅধিকার পরিষদের পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান বলেছেন, “আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।” 

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।