গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে ‘চট্টগ্রাম ব্লকেড’ কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে নগরীর ২ নম্বর গেট গোল চত্বরে অবস্থান নিয়ে সড়কে ব্যারিকেড দেন তারা। এর ফলে নগরীর সিডিএ অ্যাভিনিউ, ২ নম্বর গেট, মুরাদপুর-জিইসি এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অক্সিজেন, বায়েজিদ সড়ক এবং মুরাদপুর থেকে জিইসি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, ২ নম্বর গেট গোল চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
বিক্ষোভস্থলে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম।