ক্যাম্পাস

গণঅভ্যুত্থানের প্রধান সংস্কার নির্বাচন: ড. মাহাদী আমিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, “গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তাই বর্তমান সময়ে সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন।”

শনিবার (৩০ আগস্ট) কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত ‘২৪ এর গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মাহাদী আমিন বলেন, “আমরা জনগণের কাছে ছুটে যাই, জনগণই সেই ক্ষমতা দেয়। তারাই আমাদের পছন্দ করে ঠিক করবে, কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে।” এ সময় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “দেশে আর আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি হবে না। জাতীয় পার্টির যেকোনো অপচেষ্টা দমন করা হবে।” 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. দেলাওয়ার হোসেন বলেন, “জুলাই অভ্যুত্থানে তরুণ ছাত্রদের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও জীবনবাজি রেখে লড়াই করেছেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই একটি চক্র আবারো এই বাংলার মাটিতে সেই ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদী চক্রের কালো হাত ভেঙে দিতে হবে।”

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাইজীদ সাদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রমুখ।

আলোচনা শেষে জুলাই বিপ্লবে সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।