ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহভি এবং আরো বেশ কয়েকজন মন্ত্রী রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। শনিবার হুতি পরিচালিত সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাতের এক বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবারের হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েল শুক্রবার জানিয়েছিল, ইরান-সমর্থিত হুতির চিফ অফ স্টাফ, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এবং তারা ফলাফল যাচাই করছে।
মাশাতের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি যে, হতাহতের মধ্যে হুথি প্রতিরক্ষামন্ত্রীও আছেন কিনা।
আহমেদ গালেব আল-রাহভি প্রায় এক বছর আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু সরকারের কার্যত নেতা ছিলেন তার ডেপুটি মোহাম্মদ মোফতাহ, যাকে শনিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছিল।
রাহভিকে মূলত এমন একজন ব্যক্তিত্ব হিসেবে দেখা হত যিনি হুথি নেতৃত্বের অভ্যন্তরীণ বৃত্তের অংশ ছিলেন না।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো সানা এলাকার একটি কম্পাউন্ডে আঘাত করেছে যেখানে হুতিদের জ্যেষ্ঠ নেতারা জড়ো হয়েছিলেন। তারা এই আক্রমণকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিমানের শ্রেষ্ঠত্বের মাধ্যমে সম্ভব একটি ‘জটিল অভিযান’ হিসাবে বর্ণনা করেছে।