বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও গবেষণাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (বেরি) একটি জাতীয় শিক্ষা গবেষণা টিম গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় সেমিনারেরও আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অর্গানাইজেশন ফর ডিজেবলড ইমপ্রুভমেন্ট অ্যান্ড রাইটসের (অদির) সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করা এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যগুলো হলো: প্রারম্ভিক শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও কারিকুলামকে সময়োপযোগী ও বাস্তবমুখী করা, গবেষণাভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারিত করা, অন্তর্ভুক্তি, নৈতিক শিক্ষা ও শিক্ষণ উদ্ভাবনে জোর দেওয়া এবং আর্থিক অসুবিধায় থাকা শিক্ষকবৃন্দকে গবেষণায় সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রদান।
বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউটের আহ্বায়ক শাকিল আজাদ মনন বলেন, “এসব লক্ষ্যকে সামনে রেখে একটি জাতীয় সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে তেজগাঁওয়ের সারাদিনব্যাপী যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে এই আয়োজন অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিশু সাহিত্যিক ও আইটি বিশেষজ্ঞ কামরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে গিভিংটুইসডে বাংলাদেশ।
এই জাতীয় সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীরা যেসব সুবিধা পাবেন, তার মধ্যে রয়েছে- বেরি'র জাতীয় গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বিদেশ ভ্রমণের সম্ভাবনা এবং জাতীয় শিক্ষা সংস্কারে সরাসরি অবদান রাখার সুযোগ।
এতে অংশগ্রহণ করতে পারবেন প্রাক-প্রাথমিক, প্রাথমিক বা মাধ্যমিক স্তরের কর্মরত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা গবেষণায় আগ্রহী ব্যক্তি, পাঠ্যক্রম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কাজ করা পেশাজীবী এবং বেরি'র সদস্যপদ গ্রহণে ইচ্ছুক বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানরা।
আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা। এই পেমেন্ট প্রসেস ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের ইমেইল ও ফোনের মাধ্যমে সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। রেজিস্ট্রেশন লিংক: https://beeri25.com/beeri-seminar/।