ফরাসি লিগ ওয়ানে শনিবার রাতে একেবারে গোলের বন্যা বইয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সিলভার স্টারদের মাঠে তারা তুলুজকে উড়িয়ে দিয়েছে ৬-৩ ব্যবধানে। ম্যাচের নায়ক ছিলেন তরুণ জোয়াও নেভেস। যিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়ে রাতটিকে নিজের করে নেন।
খেলার শুরু থেকেই ঝড় তোলে পিএসজি। সপ্তম মিনিটে ওসমানে দেম্বেলের পাস থেকে বাইসাইকেল কিকে অসাধারণ গোল করেন নেভেস। মাত্র দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ব্র্যাডলি বারকোলা। ১৫ মিনিট না যেতেই আবারও বাইসাইকেল কিকে গোল করে জোড়া গোল পূর্ণ করেন নেভেস। এরপর ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন দেম্বেলে।
প্রথমার্ধের শেষ দিকে চার্লি ক্রেসওয়েলের গোলে একবার জ্বলে ওঠে তুলুজ। তবে বিরতিতে যাওয়ার সময়ও স্বাগতিকরা ছিল অনেকটা পিছিয়ে। বিরতির পর আবারও পেনাল্টি পেয়ে গোল করেন দেম্বেলে। ফলে তার নামের পাশে জমা হয় জোড়া গোল। ৭৮ মিনিটে নেভেস ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন।
শেষ দিকে ইয়ান ও আলেক্সিসের গোলে ব্যবধান কিছুটা কমালেও বড় হার এড়াতে পারেনি তুলুজ। শেষ পর্যন্ত ৬-৩ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপাধারীরা।
এই জয়ে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বসেছে পিএসজি। অন্যদিকে, মৌসুমের প্রথম হারের স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।