নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের সৌদি প্রবাসী সালাউদ্দিন মৃধার ছেলে আব্দুল্লাহ মেজবাহকে (৮) উদ্ধার করেছে পুলিশ। তাকে মুক্তিপণ পাওয়ার জন্য অপহরণ করা হয়েছিল।
রবিবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহ মেজবাহকে উদ্ধার করা হয়। অভিযানে লোহাগড়া থানা পুলিশ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম শিশুকে উদ্ধার এবং চারজনের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
লোহাগড়া থানার হলরুমে প্রেস ব্রিফিংয়ে ওসি জানান, শিশু আব্দুল্লাহ মেজবাহ শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের উজ্জ্বল শেখের দোকানে যায়। দোকানি উজ্জ্বল শেখ তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। অপহরণকারীরা রাতেই আব্দুল্লাহ মেজবাহকে নিয়ে শহরের রামপুর এলাকায় নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখে।
তিনি আরো জানান, অপহরণকারী উজ্জ্বল শেখ ভুক্তভোগীর পরিবারের সদস্যদের থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। উজ্জ্বল শেখের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে নিয়ে অভিযানে চালিয়ে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে। অপহরণে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজন গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, ঘাঘা গ্রামের উত্তর পাড়ার দোকানি উজ্জ্বল শেখ, বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম, তার ছেলে সাকিব লস্কর এবং পাশের যোগিয়া গ্রামের হানিফ শেখের ছেলে জান্নাতুল।
ওসি শরিফুল ইসলাম আরো জানান, থানায় অপহরণ মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।