সারা বাংলা

যুবদল নেতার গুদাম থেকে সাড়ে ১০ টন চাল জব্দ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় সাড়ে ১০ টন চাল জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে যুবদল নেতার ভাই ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকালে উপজেলার পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।  

বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন চাল উদ্ধারের তথ্য জানান। 

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, যৌথবাহিনী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬০০ কেজি চাল জব্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গুদাম থেকে ৫০ কেজির ২০০ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।