খেলাধুলা

ধোনির স্টাইলে হাজির ওয়ার্নার, মাঠের বাইরেও বাজিমাত

অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে চেনেন সবাই এক অন্যরকম বিনোদনদাতা হিসেবে। কখনও ব্যাট হাতে ঝড় তোলেন, আবার কখনও নাচ বা ভিন্নধর্মী লুকে মাতিয়ে রাখেন ভক্তদের। এবারও তিনি আলোচনায় উঠে এসেছেন এক নতুন চেহারায়। যা দেখে ভক্তদের চোখে ভেসে উঠেছে মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত লম্বা চুলের দিনগুলো।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন ওয়ার্নার। কালো টি-শার্টে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি, মুখে চিরচেনা হাসি, আর মাথায় বাড়তে থাকা লম্বা চুল। ছবির ক্যাপশনে লিখেছেন— “It’s coming along well” —যা স্পষ্ট করে জানিয়ে দিলো, নিজের নতুন হেয়ারস্টাইল নিয়ে বেশ সন্তুষ্ট এই তারকা।

ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে পড়ে গেল ২০০০ সালের শুরুর ধোনিকে। সেই সময় লম্বা চুলে একেবারে ভিন্ন আভায় মাঠ কাঁপিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই লুকের ছায়া যেন দেখা গেল ওয়ার্নারের চুলে।

যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। তবে ব্যাট এখনও তার হাতে ঝলমল করছে। বিভিন্ন টি–টোয়েন্টি লিগে খেলছেন তিনি নিয়মিত। এ মাসের শুরুতে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড-২০২৫’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে ৭১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে। মাত্র ৫১ বলে ১২ চার আর ১ ছক্কায় সাজানো সেই ইনিংসেই ওয়ার্নার পেছনে ফেলেন বিরাট কোহলিকে, উঠে আসেন টি–টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।

বর্তমানে ওয়ার্নারের সংগ্রহ ৪২৪ ম্যাচে ১৩,৫৯৫ রান। যার মধ্যে রয়েছে ৮টি সেঞ্চুরি আর ১১৩টি হাফসেঞ্চুরি। গড় ৩৬.৪৪, স্ট্রাইক রেট ১৪০.২৫। যা প্রমাণ করে এখনও আগুন বাকি আছে তার ব্যাটে। তুলনায় কোহলির ঝুলিতে রয়েছে ৪১৪ ম্যাচে ১৩,৫৪৩ রান। আর শীর্ষে রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল, যিনি করেছেন ১৪,৫৬২ রান ও রেকর্ড ২২টি শতক।