ক্যাম্পাস

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক (ডেইরি গেট) এলাকায় এই মানববন্ধন হয়। 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য-সচিব আহসান লাবিবের সঞ্চালনায় এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, “শিক্ষার্থীদের ওপর গতকাল রাত থেকে ধারাবাহিকভাবে ভয়াবহ হামলা চালানো হচ্ছে, অথচ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এটি স্পষ্টভাবে ইন্টেরিম সরকারের ব্যর্থতার প্রতিফলন। দেশের যেকোনো প্রান্তে শিক্ষার্থীদের ওপর হামলা মানে পুরো শিক্ষাঙ্গনের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করা। আমরা দাবি জানাই, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা চলছে তার পূর্ণ দায়ভার এই ইন্টারিম সরকারের।”

ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের পর থেকে শিক্ষার্থীদের প্রতি একটা গোষ্ঠীর যে ক্ষোভ জমে আছে, তারই বহিঃপ্রকাশ ঘটছে এ হামলায়। একটি নারী শিক্ষার্থী ও গার্ডের সংঘর্ষকে কেন্দ্র করে স্থানীয়দের লাগাতার হামলা প্রমাণ করে-পরিস্থিতি অশান্ত রাখতে একটি পরিকল্পিত চক্র সক্রিয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা সেই প্রজন্ম যারা স্বৈরাচার হটিয়ে দিয়েছি। এই প্রশাসন যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয় তাহলে আমরা কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব।”