সারা বাংলা

সোনারগাঁয়ে খালে ডুবে ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। রবিবারা (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার মেঘনার শাখা নদীর খালে ডুবে তারা মারা যায়।

মারা যাওয়া ইয়ামিন (৫) উপজেলার বারদী ইউনিয়নের সালাউদ্দিনের ছেলে। নুসাইবা (৫) শাহ আলীর মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মারা যাওয়া ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন, “বাড়ির উঠানে তারা দুইজন খেলা করছিল। অনেকক্ষণ পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। বাড়ির পাশের খালে ইয়ামিনের লাশ ভাসে ওঠে। এর আধা ঘণ্টা পর একই স্থানে নুসাইবার লাশ ভেসে ওঠে।”

নিহত নুসাইবার বাবা শাহ আলী বলেন, “ওরা সবসময় একসঙ্গে খেলাধুলা করত। আজকেও বাড়ির উঠানে খেলছিল। বাড়ির উঠানে তাদের না দেখে আমার মা তাদের খুঁজতে বের হন। বাড়ির পেছনের খালে তিনি ছেলে-মেয়ের লাশ ভাসতে দেখেন।” 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু খবর শুনেছি। অভিযোগ না থাকায় স্বজনরা নিহতদের লাশ দাফন করেন।”