বিনোদন

জেনারেল ওসমানীর জন্মদিনে শাকিবের শ্রদ্ধা

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে ফের আলোচনায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (১ সেপ্টেম্বর) মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্মদিন। এ উপলক্ষে একটি স্ট্যাটাস দেন এই নায়ক। 

শাকিব খান তার পোস্টে লেখেন, “মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তার জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। দেশের প্রতি তার ভালোবাসা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” 

এর আগে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে দেওয়া তার স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সেই বিতর্কে জড়িয়ে শাকিব বলেছিলেন, “দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান আর ত্যাগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের সবার বিরত থাকা উচিত।” 

শাকিবের মতে, জাতির জন্য জীবন উৎসর্গ করা নেতাদের প্রতি সম্মান জানানো ব্যক্তি বা দলের বিষয় নয়, বরং তা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি মনে করেন, এসব ব্যক্তিত্বকে ঘিরে বিভাজন নয়—বরং একতা, সংহতি ও সম্মিলিত অনুপ্রেরণা তৈরি হওয়া উচিত।