ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: ছুটি কমেছে একদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে দেওয়া ছুটি একদিন কমিয়ে তিনিদিন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর (সোমবার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এরপর সমালোচনা শুরু হলে ছুটি কমাতে বাধ্য হয় ঢাবি প্রশাসন।