রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন বিতরণের সময় রবিবার (৩১ আগস্ট) ছিল শেষ দিন। পঞ্চমবারের মতো মনোনয়ন বিতরণের সময় পরিবর্তন করে শেষদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “গতকালের (রবিবার) কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজ ও আগামীকাল (২ সেপ্টেম্বর) পর্যন্ত রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় বৃদ্ধি করা হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য সকল কার্যক্রম যথাসময়ে চলবে।”
তিনি বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রদানের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। উপাচার্য প্রশাসনের সঙ্গে পরামর্শ করে আগামীকালের মধ্যেই আমাদের এ বিষয়ে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে রাকসুর নির্বাচনের নির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর অপরিবর্তিত রেখে সব সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে, প্রথমে ১৭ আগস্ট মনোনয়ন বিতরণ শুরুর কথা থাকলেও এর সময় পরিবর্তন করে ২১ আগস্ট করা হয়। পরে ২০ আগস্ট রাতে মনোনয়ন বিতরণের সিদ্ধান্ত স্থগিত করে প্রশাসন। পরবর্তী সময়ে মনোনয়ন বিতরণ শুরু হয় ২৪ আগস্ট।
এছাড়া ২৬ আগস্ট জরুরি বৈঠকের পর মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর ২৭ আগস্ট একই দিনে দুইবার তফসিল পরিবর্তন করা হয়। প্রথমে ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের ঘোষণা দেওয়া হয়, কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আবার পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।