বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘‘দেশি-বিদেশি ষড়যন্ত্রে দেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন কথা উঠেছে। জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে।’’
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নোয়াখালী জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
মো. শাজাহান বলেন, ‘‘যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি, তাহলে কালো মেঘ কাজে আসবে না। মেঘ নিমিষে উড়ে যাবে। রাজনৈতিকভাবেই সকল কিছুর মোকাবিলা করা হবে।’’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘জিয়াউর রহমান এ দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ-স্বরূপ। দেশের ভূখণ্ডে যেন কোনো আধিপত্য শক্তি হস্তক্ষেপ করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।’’
নেতাকর্মীদের উদ্দেশে মো. শাহজাহান বলেন, ‘‘তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে এমন ম্যাসেজ দিতে হবে, দেশে এমন শক্তি নেই, যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যত পরিকল্পনা ধ্বংস করতে পারে।’’
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।