চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চার দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানান চবি শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।
তাদের দাবিগুলো হলো- প্রশাসনের তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে; সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং পুরো এলাকা অস্ত্রমুক্ত করতে হবে; ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিম হোসেন রনি, চবি শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ প্রমুখ।