দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে টমেটো আমদানি শুরু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভারতের নাসিক রাজ্য থেকে টমেটো বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে।
চট্টগ্রামের বড় বাজারের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এসব টমেটো আমদানি করেছে। প্রথম দিনে ২৮ টন টমেটো এসেছে। প্রতি কেজি টমেটো আমদানিতে শুল্কসহ খরচ পড়ছে ৬১ টাকা।
আমদানিকারক এনামুল হক বলেন, “দেশের বাজারে টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে। তাই ভারতের নাসিক থেকে আমদানি শুরু করেছি। বন্দরে প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা অব্যাহত থাকলে আরও বেশি পরিমাণ টমেটো আনা হবে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে এক ট্রাকে ২৮ মেট্রিকটন টমেটো এসেছে। এসব টমেটোর শুল্কায়ন করা হচ্ছে ৫০০ ডলারে। যেহেতু টমেটো কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
হিলি বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, সর্বশেষ ২০২২ সালের ৬ আগস্ট এই বন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এ পথে টমেটো আমদানির ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।