পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কিনেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলিসির উদ্যোক্তা সোহেলা হোসাইন পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংকটির ২০ লাখ শেয়ার কিনেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক বা ব্লক মার্কেটে বিদ্যমান বাজারমূল্যে তিনি উল্লিখিত পরিমাণ শেয়ার কিনেছেন।
এর আগে গত ২১ আগস্ট ব্যাংকটির উদ্যোক্তা সোহেলা হোসাইন ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেট থেকে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় কিনবেন বলে জানান।