সারা বাংলা

চবির সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন: পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদের সঙ্গে স্থানীয়দের দুদিনব্যাপী ভয়াবহ সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুটি অভিযোগপত্র থানায় জমা দেওয়া হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে চবি’র প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ পত্র জমা দেওয়া হয়। এই অভিযোগপত্রের ভিত্তিতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার রাতে হাটহাজারী থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে এবং অপরটি জমা দেওয়া হয়েছে প্রধান নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে।

এ প্রসঙ্গে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাওসার হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।