নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে র্যাব-১০ এর টিম ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় সাজু আহমেদ (৩৫) নামে অপর যুবক পালিয়ে যায়।
অস্ত্র আইনে মামলা দায়ের করে সাধন সরকারকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ পানগাঁও এলাকার মধু কর্মকারের ছেলে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘সোমবার মধ্যরাতে র্যাব নিশ্চিন্তপুরে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সাধন সরকারকে আদালতে পাঠানো হয়েছে।’’