ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নবীনরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়নপত্র বিতরণে আরো একদিন সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল মোতাবেক মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ সর্বশেষ সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হলো। রাকসুর ওয়েবসাইটে (https//www.ru.ac.bd/rucsu/) এবং সংশ্লিষ্ট আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে সংশোধিত ভোটার তালিকা পাওয়া যাবে। ভোটার তালিকায় কোনো ধরনের ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে নির্বাচন কমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

এর আগে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তীকরণে দফায় দফায় কর্মসূচি করে শাখা ছাত্রদল। এছাড়া গত ৩১ আগস্ট শাখা ছাত্রশিবিরও এ বিষয়ে একমত পোষণ করে। 

এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরো একদিন বাড়িয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত করা হয়েছে। আগামীকালও মনোনয়ন ফরম বিতরণ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।