অন্য দুনিয়া

ফেনীতে হাত বাড়ালেই পর্নো ছবি

ফেনী প্রতিনিধি : ফেনী শহরের পাড়া, মহল্লা ও ফুটপাথ, কোথায় নেই! হাত বাড়ালেই মিলছে কাঙ্ক্ষিত জিনিস। অলিগলি সয়লাব হয়ে গেছে পর্নো সিডি ও মেমোরি কার্ডে, চলছে রমরমা কারবার। ধনীর সন্তান ও কোমলমতি শিক্ষার্থীরাও মেতে উঠছে এই পর্নো সিডি ও মেমোরি কার্ড নিয়ে। আর এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততাকে দায়ী করছেন অভিভাবক মহল ও সচেতন সমাজ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্নো ছবির কিছু মূলত দেশের বিভিন্ন স্কুল-কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি করা। অনেক ক্ষেত্রে ব্ল্যাকমেইল করে তোলা ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে। কোন কোন সময় তা ইন্টারনেটেও ছেড়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ পর্নো ছবি মোবাইল ফোন সেটে ধারণ করা। মোবাইল ফোন সেটের ক্যামেরায় যৌন আবেদনের দৃশ্য ধারণ করে তা তুলে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের কাছে। আর এভাবে বিভিন্ন চক্র কামিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এসবের পাশাপাশি রয়েছে বিদেশি পর্নো ছবির সিডি ও মেমোরি কার্ড।গোয়েন্দা সূত্রগুলো জানায়, ফেনী শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটে একশরও বেশি দোকানে গোপনে বিক্রি হচ্ছে পর্নো সিডি ও মেমোরি কার্ড। জেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চলে সহস্রাধিক দোকানে মেমোরি কার্ডে পর্নো ছবি ধারণ করে বিক্রি হচ্ছে। ফেনী মডেল থানার একশ গজের মধ্যেই রাজাঝি দীঘির পাড়েও মিলছে এগুলো। মডেল থানার বিপরীতে মার্কেটগুলোতে পাওয়া যায় খুব সহজেই। গোয়েন্দা সূত্রগুলো আরও জানায়, মহিপাল প্লাজা, সমবায় সুপার মার্কেট, তমিজিয়া শপিং কমপ্লেক্স, রাবি শপিং কমপেক্স, রোকেয়া শপিং সেন্টার, কালীবাড়ী মন্দির মার্কেট, বড় মসজিদ রোড়, তাকিয়া রোড, শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানে মোবাইল ফোনের দোকানগুলোতে পর্নো ছবি আপলোড করা হয়ে থাকে। রেলগেইটে একটি দোকানে পাওয়া যায় পাইকারিভাবে। তারা আরও জানায়, ছাত্র, শ্রমিক থেকে শুরু করে সব বয়সের লোকদের ভিড় থাকে এখানে। উঠতি বয়সের মেয়েরাও আসে এসব দোকানে। মোবাইল টেলিফোন সেট বিক্রির আড়ালে দোকানিরা পর্নো ছবি বিক্রি করে। গান ও ছায়াছবি বিক্রির আড়ালে পর্নো সিডি বিক্রি হয় প্রতিটি ৪০-৫০ টাকায়। মেমোরি কার্ডে ছবি লোড করতে লাগে ২০ টাকা। শহরের পাড়া, মহল্লা থেকে এখন গ্রামাঞ্চলেও এগুলো ছড়িয়ে পড়ছে।জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ বলেন, ‘ইতিমধ্যে কয়েকবার অভিযান চালানো হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানিরা এসব সরিয়ে ফেলে। শিগগিরই আবার অভিযান পরিচালনা করা হবে।’

   

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৪/সৌরভ পাটোয়ারী/শাহনেওয়াজ