কক্সবাজারের রামুতে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রামুর রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কে অভিযান চালায় রামু থানা পুলিশ। সেখান থেকে ইয়াবাসহ আবু তাহের (২৫) কে গ্রেপ্তার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার আবু তাহেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার আবু তাহের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে।