আন্তর্জাতিক

২ কোটি ইউরো কৃষি ভর্তুকি আত্মসাৎ করেছে গ্রিসের কৃষকরা

গ্রিসের কৃষকরা ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে জমির মালিকানা জাল করে ২ কোটি ২০ লাখেরও বেশি ইউরোর কৃষি ভর্তুকি আত্মসাৎ করেছেন। মঙ্গলবার একজন মন্ত্রী জানিয়েছেন, পুলিশি তদন্তের পর বিষয়টি সরকারকে নাড়া দিয়েছে।

জুলাই মাসে গ্রিক পুলিশ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভর্তুকি তত্ত্বাবধান এবং প্রদানের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা OPEKEPE-এর অ্যাথেন্স অফিসে অভিযান চালিয়ে লাখ লাখ কৃষকের কর রেকর্ড জব্দ করেছে।

নাগরিক সুরক্ষা মন্ত্রী মিচালিস ক্রিসোচয়েডিস মঙ্গলবার টেলিভিশনে এক বিবৃতিতে জানিয়েছেন, আট লাখেরও বেশি আবেদনের মধ্যে ছয় হাজারেরও বেশি যাচাই-বাছাই করেছে। এরপর পুলিশ জানতে পেরেছে যে শত শত গ্রিক কৃষক কমপক্ষে ২ কোটি ২৬ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের ইইউ ভর্তুকি আত্মসাৎ করেছেন।

ক্রিসোচয়েডিস বলেছেন, “লোকেরা যখন জনসাধারণের অর্থের ওপর লোভ করে, তা রাষ্ট্রীয় হোক বা ইউরোপীয় তখন আমরা এটি সহ্য করতে পারি না এবং আমাদের সহ্য করা উচিত নয়। আমাদের কর্তব্য... সব উপলব্ধ ব্যবস্থা সক্রিয় করা, অপরাধীদের প্রতিরোধ করা এবং যখনই প্রয়োজন হবে তদন্ত, শনাক্তকরণ এবং শাস্তি দেওয়া।”

মার্চ মাসে ইউরোপীয় প্রসিকিউটররা জানিয়েছিলেন, তারা ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা প্রাপ্ত কয়েক ডজন গ্রিক চাষীকে মালিকানা বা চারণভূমির ইজারা দেওয়ার মিথ্যা ঘোষণা দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে কৃষি ভর্তুকির অব্যবস্থাপনার জন্য ইইউ জুন মাসে গ্রিসের উপর তিন কোটি ৯২ লাখ ইউরো জরিমানা আরোপ করেছে।

এ ঘটনায় ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে জয়ী কিরিয়াকস মিতসোতাকিসের রক্ষণশীল সরকারের জনপ্রিয়তা কমে গেছে। এই কেলেঙ্কারির কারণে চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন।