ঢাকার কুড়িলে পোশাক শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলে যাতায়াতের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) গুলশান ট্রাফিক বিভাগ নগরবাসীকে এই বিষয়ঠি জানিয়ে ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টার দিকে কুড়িলে অবস্থিত ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী তাদের বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন।