বিনোদন

দল অন্যরকম: বুকের পাঁজরে রাখা সুর

সংগীতের ভিন্নধারার একদল তরুণ ২০২০ সালে গড়ে তোলেন গানের দল ‘দল অন্যরকম’। নাটকের মঞ্চ থেকে আসা এই তরুণরা কবিতা, গান ও গল্প মিলিয়ে সাজান অভিনব পরিবেশনা। কখনো মাটির গান, কখনো মুক্তির গান—সবকিছুতেই থাকে আত্মার ছোঁয়া। 

হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি, বেহালা থেকে শুরু করে অ্যাকোস্টিক ও ইলেকট্রিক গিটারের ফিউশন তাদের গানে আনে অনন্য মাত্রা। মূল ভোকালে আছেন সোবহানী বাপ্পী, আর কবিতার অংশে অলক পাল। রিদমিক অংশে আছেন বায়েজিদ নিবিড়সহ কয়েকজন শিল্পী। 

‘দল অন্যরকম’-এর পরিবেশনা শুধু গান নয়, বরং চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিটের এক যাত্রা— যেখানে দর্শক ডুবে যায় সুর ও কথার ভেলায়। তাদের স্লোগানও আলাদা—“কবিতা আর বাংলাগানে মন ভাসুক ভাটি কিংবা উজানে।” 

প্রথমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আকস্মিক পরিবেশনায় দর্শকের মন জয় করেন তারা। এরপর থেকে দেশের ভেতর-বাইরে ছড়িয়ে পড়েছে তাদের সুরের দোলা। কবিতাকে জনপ্রিয় করা থেকে মৌলিক গান সৃষ্টি—প্রতিটি পদক্ষেপে তারা অন্যরকম। 

বুকের পাঁজরে জমা রাখা নান্দনিক সুর তারা পৌঁছে দিতে চায় গ্রাম-গঞ্জ থেকে দেশান্তরে— নীরবে, নিভৃতে, কিন্তু গভীর ভালোবাসায়।