বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামার পাড়া এলাকা থেকে তপন দাশ (৬৫) ও জয় নাথ (৫৫) নামে ইটভাটার দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তারা নিখোঁজ হন।
নিখোঁজ তপন দাশ লামা উপজেলার আমিরাবাদ সুখছিড়ি এলাকার এবং জয় নাথ বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার বাসিন্দা। তারা এএইচএন পুরনো ইটভাটায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার থেকে ফিরে তপন দাশ নিজ কক্ষে বিশ্রাম নেন। জয় নাথও তখন রুমে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে কক্ষ ফাঁকা পান। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাদের আর পাওয়া যায়নি।
পুরনো ইটভাটার কর্মচারী সুনিল দাশ বলেন, “আমরা একসঙ্গে বাজার থেকে ফিরি। আমি রান্নায় ব্যস্ত ছিলাম। খাবার দিতে গিয়ে দেখি দুইজনের কেউ নেই। তপন দাশের ফোনে কল দিলে এক অচেনা ব্যক্তি জানায়, তারা আশপাশেই আছে, ইটভাটার বিষয়ে আলোচনা হচ্ছে। কিছুক্ষণ পর থেকে ফোন বন্ধ পাওয়া যায়।”
সুয়ালক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উক্যনু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অনেক খোঁজাখুঁজি করা হলেও দুই শ্রমিককে পাওয়া যায়নি।”
ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, “তাদের ইটভাটার কারো সঙ্গে কোনো বিরোধ বা দেনা-পাওনা নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমাদের অজানা।”
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, “দুইজন শ্রমিককে গতরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপহরণের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, “অপহরণের খবর আমরা পেয়েছি। ইতোমধ্যে তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারা এই ঘটনায় জড়িত।”