ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম জুমাকে চিঠিসহ টাকা উপহার দিয়েছেন এক ব্যক্তি।
ওই ব্যক্তির নাম দীপঙ্কর বড়ুয়া। তিনি জুমাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া চিঠির সঙ্গে ১০ হাজার টাকা উপহার দেন। যদিও জুমা পরবর্তীতে ওই ব্যক্তিকে জোরাজুরি করে টাকাগুলো ফেরত দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই এ কথা জানান জুমা। পোস্টে চিঠির ছবিও তিনি শেয়ার করেন।
পোস্টে তিনি লেখেন, “আজ একজন আংকেল তার ভাগ্নে কে নিয়ে ক্যাম্পাসে আসলেন, আমি শো শেষে জুনিয়রদের সঙ্গে আলাপচারিতা করছিলাম এমন সময় অনেক দোয়া করলেন। তারপর হাতে একটা খাম দিয়ে বললেন, আমার জন্য একটা চিঠি লিখেছেন।”
তিনি বলেন, “আমি পরে খাম খুলে দেখি একটা চিঠি ও ১০ হাজার টাকা। অনেক জোরাজোরির পর আংকেল টাকা ফেরত নিয়েছেন।”
স্ট্যাটাসে জুমা আরো বলেন, “আমি আসলে জানি না এই ভালোবাসার দায় মিটাবো কীভাবে! আমার সাহস যোগ্যতা সততা বাড়িয়ে দিও মাবুদ!”
জুমাকে লেখা চিঠিতে দীপংকর বড়ুয়া লিখেছেন, “আসসালামু আলাইকুম, জুলাই-২৪ এর বীর যোদ্ধা হিসাবে আপনাকে শ্রদ্ধা নিবেদন করছি। ডাকসু দি স্টুডেন্টস ভয়েস দেখে আপনার যুক্তি, সাহসিকতা, অদম্য আত্মবিশ্বাস- সত্যিই আমি আনন্দ অনুভব করছি। আপনি যুক্তি দিয়ে ৭১ এর চেতনা বিক্রয়কারীদের ধরাশায়ী করেছেন। আপনার মত একজন জুলাই যোদ্ধা ৭১ এর চেতনা বিক্রয়কারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবেন।”
তিনি জুমাকে আরো বলেন, “যে যতই সমালোচনা করুক না কেন, কিছু বা হবেন না, ভয় পাবেন না, চলার পথ এত সোজা নয়, খুবই পিচ্ছিল। দেশকে রক্ষা করতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। আপনাকে দোয়া করি, দেশের সিংহভাগ জনগণ দোয়া করে। আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই ছোট্ট উপহার, এগিয়ে যান। আপনার বিজয় ও সফলতা কামনা করি।”