এশিয়া কাপ-২০২৫ সামনে রেখে বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন লিটন দাস। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভালো ক্রিকেট খেলেছে টাইগাররা। আর ভক্তদের প্রত্যাশা—লিটনের অধিনায়কত্বে এবার দল আরও ভালো করবে। তবে ভারতের সাবেক ওপেনার ও বর্তমানে বিশ্লেষক আকাশ চোপড়া ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন না।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে আকাশ চোপড়া জানান, বাংলাদেশকে তিনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। তার মতে, একসময় বাংলাদেশ নিজের সামর্থ্যের চেয়ে বেশি খেলত, এমনকি ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল। কিন্তু এখন টাইগারদের শুধুই অংশগ্রহণকারী হিসেবে দেখা যায়। ট্রফি জয়ের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়।
চোপড়া মনে করছেন, সম্ভাবনা থাকলেও এবার বাংলাদেশ আটকে যাবে গ্রুপপর্বেই। তার ধারণা, বাংলাদেশকে পেছনে ফেলে সুপার ফোরে জায়গা করে নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
তিনি বলেন, “তারা একসময় নিজেদের সামর্থ্যের চেয়ে অনেক ভালো খেলেছে। ২০০৭ সালে আমাদের হারিয়ে দিয়েছিল। কিন্তু এখনো বিশ্ব টুর্নামেন্টে তারা শুধু অংশগ্রহণ করে, প্রতিযোগী হয়ে ওঠে না। সুযোগ অবশ্যই আছে, তবে বাস্তবতা হলো, সুপার ফোরে তাদের পথ কঠিন। আফগানিস্তান আর শ্রীলঙ্কা এগিয়ে যেতে পারে।”
আকাশ চোপড়া বাংলাদেশের দুর্বলতার জায়গা হিসেবে উল্লেখ করেছেন লিটন দাসকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশা। তিনি বলেন, লিটন একজন দক্ষ ব্যাটসম্যান হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্স ক্ষমতার তুলনায় অনেক কম।
তার ভাষায়, “বাংলাদেশ লিটন দাসের ওপর অনেক বেশি নির্ভরশীল। লিটন মানসম্পন্ন খেলোয়াড়, কিন্তু তিনি আন্ডারঅ্যাচিভার। যতটা করার ক্ষমতা আছে, ততটা করতে পারেননি। এখন তিনি অধিনায়ক, তাই স্বাভাবিকভাবেই দল তার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু এই নির্ভরতাই সমস্যা। বড় মুহূর্তে দল ভেঙে পড়ার প্রবণতা দেখায়।”
চোপড়ার মন্তব্য স্পষ্ট, এশিয়া কাপ-২০২৫ এর সুপার ফোরে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম বাংলাদেশ দলের। তবে টাইগার ভক্তরা আশায় বুক বেঁধে আছেন, তাদের খেলোয়াড়রা যেন মাঠে পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে পারে, সমালোচকদের ভুল।