সারা বাংলা

অস্ত্রের মুখে টেকনাফে ৩ জনকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষক ও এক রাখালকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার পাহাড়সংলগ্ন কৃষি জমি থেকে তাদের অপহরণ করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলিনি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

অপহৃতরা হলেন- চৌকিদার পাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬), আব্দুস সালামের ছেলে সুলতানা আহমদ (৩৪)।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‍“খবর পেয়ে পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযান শুরু করেছে। অপহৃতদের মধ্যে দুজন কৃষক ও একজন রাখাল। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।”

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশকে মুক্তিপণ দিয়ে ফিরতে হয়েছে।