কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত করতে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়েছে প্রশাসন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে শহরের নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে দখলকারীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটরও ভাঙচুর করেন তারা। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, “সড়ক অবরোধকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”