বিনোদন

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এতদিন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। যদিও তুলনামূলক এখন কাজ কমিয়ে দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই অভিনেত্রী।  

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুকে একটি পোস্ট দেন শবনম ফারিয়া। তাতে এ অভিনেত্রী লেখেন, “পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোমের মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?”  

এরপর নেটিজেনদের অনেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে মন্তব্য করতে থাকেন। এরই মধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি লেখেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।” 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সারজিসের মন্তব্যে রিঅ্যাক্ট পড়েছে ৩ হাজার ৬০০টি। সারজিসের এ মন্তব্যের প্রত্যুত্তর এসেছে সাড়ে ৬০০টির বেশি। সারজিসের মন্তব্যের উত্তরে শবনম ফারিয়া লেখেন, “ধন্যবাদ সারজিস”।