অর্থনীতি

কনকর্ড এন্টারটেইন্টমেন্ট ও আবুল খায়ের কনডেন্স মিল্কের সমঝোতা চুক্তি

কনকর্ড এন্টারটেইন্টমেন্ট কো. লি. এবং আবুল খায়ের কনডেন্স মিল্ক লি. এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রচার ও প্রসারের ক্ষেত্রে সহযোগিতামূলক কর্মক্রম পরিচালনা করবে। ফয়স লেক এ্যামিউজমেন্ট ওর্য়াল্ডে আগত দর্শনার্থীরা স্টারশীপ বেভারেজ পণ্য, আমা কফি, মার্কস মিল্ক পাউডারের তৈরি মুখরোচক খাবার সুলভ মূল্যে গ্রহণ করতে পারবে। উক্ত অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইন্টমেন্ট কো. লি. এর পক্ষে জনাব অনুপ কুমার সরকার, প্রধান বিপণন কর্মকর্তা, কনকর্ড গ্রুপ এবং আবুল খায়ের কনডেন্স মিল্ক লি. এর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী এনডিসি (অব.), নির্বাহী পরিচালক এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। 

অনুপ কুমার সরকার বলেন, ‘‘ফয়স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে আমাদের লক্ষ্য হলো আগত দর্শকদের জন্য দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করা। পার্কের রোমাঞ্চকর রাইড, বিনোদনমূলক শো ও নান্দনিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দর্শক এখন থেকে স্টারশিপ জুস এবং আমা কফির সহ অন্যান্য পণ্য গ্রহণের সুযোগ পাবে।

ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী এনডিসি (অব.) আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বলেন, “এই কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে আমরা সহজেই কাঙ্খিত কাস্টমারের কাছে পৌঁছাতে সক্ষম হব । এটি আমাদের ব্র্যান্ডের মান ও গ্রহণযোগ্যতা নতুন উচ্চতায় নিয়ে যাবে।’’

এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।