আন্তর্জাতিক

ইউক্রেনে পশ্চিমা সেনাদের ওপর হামলার হুমকি পুতিনের

কোনো পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করলে তারা রাশিয়ার ‘বৈধ নিশানায়’ পরিণত হবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এ হুমকি দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধপরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দিতে অঙ্গীকার করেছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন। এরপরেই পুতিনের এই হুমকি এলো।

রাশিয়া দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার অন্যতম কারণ হল কিয়েভকে ন্যাটোর সদস্য হিসেবে স্বীকৃতি দিতে এবং ইউক্রেনে তার বাহিনী মোতায়েন করতে বাধা দেওয়া।

ভ্লাদিভোস্টকে একটি অর্থনৈতিক ফোরামে পুতিন বলেছেন, “অতএব, যদি কিছু সেনা সেখানে উপস্থিত হয়, বিশেষ করে এখন, সামরিক অভিযানের সময়, আমরা ধরে নেব এগুলো ধ্বংসের বৈধ লক্ষ্যবস্তু হবে। এবং যদি শান্তির দিকে, দীর্ঘমেয়াদী শান্তির দিকে পরিচালিত করে এমন সিদ্ধান্তে পৌঁছানো হয়, তাহলে আমি কেবল ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো অর্থ দেখতে পাচ্ছি না, এটাই শেষ কথা।”

গত মাসে আলাস্কায় পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন হয়। এরপরে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক হয়। ওই সময় সম্ভাব্য শান্তি চুক্তির আশা তুঙ্গে ওঠে। তবে সম্প্রতি রাশিয়ার অবস্থানের কারণে আপাতত যুদ্ধবিরতির আশা খুব কম বলে মনে হচ্ছে।

বৃহস্পতিবার পুতিন বলেছেন, তিনি ইউক্রেনীয় নেতার সাথে যোগাযোগের জন্য প্রস্তুত “কিন্তু আমি খুব বেশি লাভজনক দেখতে পাচ্ছি না। কেন? কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইউক্রেনীয় পক্ষের সাথে চুক্তিতে পৌঁছানো প্রায় অসম্ভব।”