দুই দিনের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
শুক্রবার সাপ্তাহিক ও শবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই স্থলবন্দর দুদিন ছুটি ঘোষণা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।
তিনি জানান, সাধারণত সোনামসজিদ স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি হিসেবে অন্যসব প্রতিষ্ঠানের মতো শুক্রবার বন্ধ থাকে। এছাড়া শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী। ফলে শুক্র-শনি দুদিন ছুটি রয়েছে। এতে সোনামসজিদ স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে।
তিনি বলেন, “আগামি রোববার থেকে আবারও যথারীতি নিয়মে বন্দরের কার্যক্রম শুরু হবে।”
যাত্রী পারাপারের বিষয়ে সোনামসজিদ ইমিগ্রেশনের উপ-পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, “সরকারি ছুটি থাকলেও দুই দেশের যাত্রীদের পারপার কার্যক্রম চালু রয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবকিছু বন্ধ থাকলেও চালু থাকবে ইমিগ্রেশন।”